১৬ই এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে বর্ষবরণ : নেই আওয়ামী আমলের ছিটেফোঁটাও

শেয়ার করুন

সারাদেশের মতো চট্টগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে বাংলা বর্ষবরণ। শহরের বিভিন্ন এলাকায় বর্ণিল আয়োজনে যোগ দিচ্ছে হাজার হাজার মানুষ। তবে, এবার আওয়ামী আমলের ছিটেফোঁটাও দেখা যায়নি কোনো আয়োজনে।

এদিকে শহরের সব আয়োজন পরিদর্শন করে দেখা গেছে, এবার জনসমাগম অন্য বছরের চেয়ে কম!

আয়োজকদের ধারণা, গতকাল সন্ধ্যায় নগরের বর্ষবরণ-বর্ষবিদায়ের সবচেয়ে বড় আয়োজনস্থল ডিসি হিলের নজরুল স্কয়ারে মঞ্চে ভাঙচুর, হামলার পর ভয়-আতঙ্কে লোকজন কম হয়েছে।

প্রতিবছর সিআরবিতে অনুষ্ঠিত বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করা এক দর্শনার্থী সুজন হোসেন বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার রোদের প্রখরতাও বেশি। তাই গরমে মানুষ বের হয়নি।

সিআরবিতে আয়োজিত ঐতিহ্যবাহী বর্ষবরণ অনুষ্ঠান

আজ ১৪ এপ্রিল সকাল ৭টায় সিআরবিতে বর্ষবরণের অনুষ্ঠান শুরু হয় ভায়োলিনিস্ট চিটাগংয়ের বেহালা বাদনের মধ্য দিয়ে। ‘নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের’ দিনব্যাপী আয়োজনে উদীচী চট্টগ্রাম, সঙ্গীত ভবন, সুরাঙ্গন বিদ্যাপীঠ বাংলাদেশ রেলওয়ে সাংস্কৃতিক ফোরাম, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সৃজামী, অদিতি সঙ্গীত নিকেতনসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা সম্মিলিত গান পরিবেশন করেন।

বোধন আবৃত্তি পরিষদ, শব্দনোঙ্গর, তারুণ্যের উচ্ছ্বাসসহ কয়েকটি সংগঠনের শিল্পীরা পরিবেশন করেন বৃন্দআবৃত্তি। ওড়িষি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার, নৃত্যনীড়, রাগেশ্রীসহ বিভিন্ন সংগঠনের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন।

প্রসঙ্গত, নববর্ষ উদ্‌যাপন পরিষদ গতকাল থেকে সিআরবির শিরীষতলায় দুদিনের অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল রোববার বিকেল ৪টায় শুরু হয় দুঘণ্টার বর্ষবিদায়ের অনুষ্ঠান। নির্বিঘ্নে শেষও হয়। কিন্তু অনুষ্ঠান চলাকালেই আধা কিলোমিটার দূরত্বে থাকা ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের জন্য নির্মাণ করা মঞ্চ ভাঙচুর হয়। এমন অবস্থায় ডিসি হিলে সোমবারের নববর্ষ বরণের অনুষ্ঠান বাতিল করেন আয়োজকেরা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের শোভাযাত্রা

চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়েছে শুভ নববর্ষ পহেলা বৈশাখ-১৪৩২ বঙ্গাব্দ।

সকাল ৮টায় জাতীয় সংগীত পরবর্তী পহেলা বৈশাখের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

এরপর ‘এসো হে বৈশাখ এসো এসো’ শ্লোগানে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

চবি চারুকলার শোভাযাত্রা

প্রতিবছরের মতো এবারো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শহরের ক্যাম্পাস থেকে বর্ষবরণ শোভাযাত্রা বের হয়। তবে, অন্যান্য বছরের তুলনায় উপস্থিতি ছিল খুবই কম। মাত্র ৩০/৪০ জনের শিক্ষার্থীদের একটি দল শোভাযাত্রায় অংশ নেন।

তবে প্রতিবছর ওই শোভাযাত্রার ব্যানারে ‘মঙ্গল শোভাযাত্রা’ লেখা থাকলেও এবার ছিল না। এবার লেখা ছিল ‘বর্ষবরণ ২০৩২, চারুকলা ইনস্টিটিউট, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’।

শেয়ার করুন

আরও পড়ুন