১৩ই এপ্রিল, ২০২৫

গাজায় গণহত্যা কেন, জাতিসংঘ জবাব চাই : মিজানুর রহমান আজহারি

শেয়ার করুন

ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি দিয়েছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’ নামের একটি প্ল্যাটফর্ম। এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংগ্রহণ করেছেন আলোচিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারি।

শনিবার (১২ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে মিজানুর রহমান আজহারি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আজকে এখানে উপস্থিত হয়ে বুঝেছি, আজকের এই জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, ভৌগলিকভাবে আমরা ফিলিস্তিনের থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের বুকের ভেতর হৃদয়ে বাস করে একেকটা ফিলিস্তিন।

তিনি এ সময়, “নারয়ে তাকবির, আল্লাহু আকবার”, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, আমার ভাই শহীদ কেন, জাতিসংঘ জবার চাই, গাজায় গণহত্যা কেন- জাতিসংঘ জবাব চাই শ্লোগান দেন।

এছাড়া সবাইকে ইংরেজিতে শ্লোগান দেওয়ার আহব্বান জানিয়ে তিনি বলেন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা, ওয়ান টু থ্রী ফোর-জেনোসাইড নো মোর, ফ্রম দ্যা রিভার টু দ্যা সি- প্যালেস্টাইন উইল বি ফ্রি।

শেয়ার করুন

আরও পড়ুন