২২শে এপ্রিল, ২০২৫

তৌসিফের সঙ্গে দূরত্বের বিষয়ে মুখ খুললেন নির্মাতা অমি

শেয়ার করুন

ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিক কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’। একে একে ৪টি সিজনেই দর্শকমহলে ব্যাপক সাড়া পেয়েছে। ধারাবাহিকটির প্রথম ও দ্বিতীয় কিস্তিতে অভিনেতা তৌসিফ মাহবুবও ছিলেন। কিন্তু পরবর্তী দুই সিজনে তাকে দেখা যায়নি। তৌসিফ কেন ছিলেন না, এ প্রশ্ন বিভিন্ন সময় উঠেছে।

এবার এক সাক্ষাৎকারে নির্মাতা কাজল আরেফিন অমি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। বলেছেন, তৌসিফের সঙ্গে তার কখনোই কোনো ঝগড়া হয়নি, তবে নির্দিষ্ট একটা দূরত্ব তৈরি হয়েছিল।

এই নির্মাতা বলেন, একসঙ্গে কাজ করতে গেলে বন্ডিংটা খুব গুরুত্বপূর্ণ। তৌসিফ ভাইয়ের সঙ্গে আমার কখনোই কোনো ঝগড়া হয়নি, তবে কাজ করতে গেলে মাঝেমধ্যে একটা দূরত্ব তৈরি হয়, হয়তো সেটাই হয়েছিল।

অমি জানান, বর্তমানে তাদের সম্পর্কটা বেশ সুন্দর। দুজনেই দুজনের কাজ দেখেন, প্রশংসা করেন। এমনকি একজন অন্যজনের কাজের প্রিমিয়ারে উপস্থিত থেকেও উৎসাহ প্রদান করেন।

শেয়ার করুন

আরও পড়ুন