সালমান খান, শাহরুখ খান না-কি আল্লু অর্জুন; কে হতে যাচ্ছে নির্মাতা অ্যাটলি কুমারের পরবর্তী হিরো? অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে সান পিকচার্স ঘোষণা দিয়েছে, তাদের ব্যানারে আসতে যাচ্ছে আল্লু অর্জুনের ক্যারিয়ারের বাইশতম এবং অ্যাটলি কুমারের ষষ্ঠতম বিগ বাজেটের সাই-ফাই ফ্যান্টাসি জনরার সিনেমা ‘এএ২২/এ৬’; যার অফিসিয়াল টাইটেল এখনো প্রকাশ করা হয়নি।
মুক্তিপ্রাপ্ত ২ মিনিট ৩৪ সেকেন্ডের এনাউন্সমেন্ট টিজারে দেখা গেছে অভিনেতা-নির্মাতা জুটি লস এঞ্জেলেস শহরের লোলা ভিএফএক্স, স্পেকট্রাল মোশন, ফ্রাকচার্ড এফএক্স, আইএলএম টেকনোপ্রপস, আয়রনহেড স্টুডিও এবং লিগ্যাসি ইফেক্টস এর মতোন বিখ্যাত হলিউড ভিএফএক্স স্টুডিও’র কলাকুশলীদের সঙ্গে সিনেমাটি নির্মাণের ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছে। যাদের ঝুলিতে রয়েছে- এভাটর, টার্মিনেটর, স্পাইডার ম্যান হোমকামিং, ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স এজ অব আল্ট্রন, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, আয়রন ম্যান টু, ট্রান্সফরমার্স রাইজ অব দ্য বিস্ট, প্যাসিফিক রিম, ফ্যান্টাস্টিক ফোর, অ্যাকুয়াম্যান, ডেডপুল এন্ড ওলভারিনসহ অসংখ্য ব্লকবাস্টার সিনেমা।
এসব স্টুডিও সিনেমাতে ব্যবহৃত প্র্যাক্টিক্যাল ইফেক্টস, ভিজ্যুয়াল ইফেক্টস, সিজিআই টেকনোলজি, মোশন ক্যাপচার টেকনোলজি, প্রস্থেটিক মেকআপ এবং কস্টিউম ডিজাইনের জন্য ব্যাপক জনপ্রিয়। ধারণা করা হচ্ছে, অ্যাটলি কুমার তার নতুন সাই-ফাই সিনেমাতে এই সমস্ত প্রযুক্তি ব্যবহার করে এমন একটি গল্প বলতে চান, যা ইন্ডিয়ান সিনেমাতে আগে কখনোই বলা হয়নি। কোয়ালিটির দিক থেকে এটি কেবল ইন্ডিয়ানই নয়, ইন্টারন্যাশনাল একটি সিনেমা হবে।

সেইসাথে গুঞ্জন উঠেছে, বাজেটের বেলায় এটিই হতে যাচ্ছে ইন্ডিয়ার এখন পর্যন্ত সবচাইতে ব্যয়বহুল সিনেমা। পুষ্পা-২ এর পরে আল্লু অর্জুনের ভক্তদের নিকট পুষ্পা-৩ নিয়ে যেই হাইপ তৈরি হয়েছিল, এটা যেন সেটাকেও হাজারগুনে ছাপিয়ে গেল।