অবশেষে আজ বিকাল ৫টার সময় প্রকাশ পেয়েছে বহুল আলোচিত ও জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর ফার্স্টলুক।
যেখানে দেখা মিলেছে জনপ্রিয় চরিত্র কাবিলা (জিয়াউল হক পলাশ), পাশা (মারজুক রাসেল), হাবু (চাষী আলম) এবং শিমুলের (শিমুল শর্মা)। তবে ফার্স্টলুকে দেখা মেলেনি ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্র শুভর (মিশু সাব্বির)।
এরপরই নেটিজেনদের প্রশ্ন, তাহলে কি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এ থাকছেন না মিশু সাব্বির?

বিষয়টি নিয়ে পরিচালক কাজল আরেফিন অমি একটি অনলাইন গণমাধ্যমকে জানিয়েছেন, এই নির্মাতা জানালেন, মিশু তো বর্তমানে কানাডাতে। যে কারণে শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। তবে সে কারণে শুভ চরিত্রটা থাকবে না ব্যাচেলর পয়েন্টে, এমনও কিন্তু নয়। সে হয়তো কোনো পর্বে ভিডিওকলে যুক্ত হবে কাবিলাদের সঙ্গে।
এই নির্মাতা বললেন, অনেকেই তো এখন নেই, যারা গতবারের সিজনে ছিলেন। হয়তো আরও নতুন কিছু চরিত্রের দেখা মিলবে এবারের পর্বে। তবে নামগুলো এখনই প্রকাশ করতে চাচ্ছি না।