২২শে এপ্রিল, ২০২৫

লালখান বাজারে বাস চাপায় তরুণীর মৃত্যু

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের লালখান বাজার মোড়ে বাস থেকে নামার সময় অন্য একটি বাসের চাপায় রিয়া মজুমদার (২৪) নামে এক তরুণী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়া মজুমদার গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ফরিদ খন্দকার জানান, সীতাকুন্ড থেকে ছেড়ে আসা ৭ নম্বর বাস (চট্টমেট্রো ছ ১১-১৬১৫) থেকে লালখান বাজার মোড়ে নামতে গিয়ে রিয়া মজুমদার পড়ে যান। এ সময় দ্রুত গতির ২ নম্বর (চট্টমেট্রো জ ১১-১৪১৬) বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে।

শেয়ার করুন

আরও পড়ুন