২২শে এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে প্রাণ গেল গ্রামীণ ব্যাংকের ম্যানেজারের

শেয়ার করুন

চট্টগ্রামের ফটিকছড়িতে তিন তলার ছাদ থেকে নিচে পড়ে মোহাম্মদ আবুল হাশেম (৫৭) নামে গ্রামীণ ব্যাংকের এক ম্যানেজারের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) উপজেলার কাঞ্চননগর ৪ নম্বর ওয়ার্ডের পুকুর পাড়ার আব্দুল শুক্কুর সর্দারের ভবনে এ ঘটনা ঘটে। নিহত আবুল হাশেম ওই ভবনে ভাড়ায় থাকতেন।

নিহত আবুল হাশেম কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ইন্দ্রার চর এলাকার মৃত মো. আবুল গফুরের ছেলে এবং গ্রামীণ ব্যাংক কাঞ্চননগর শাখার ব্রাঞ্চ ম্যানেজার।

জানা গেছে, নিহত আবুল হাশেম তিনতলা ছাদ থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে। তিনি অসাবধানতাবশত নিচে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করি। লাশ থানায় রয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন