চট্টগ্রামের কর্ণফুলীতে মো. আরিফুল ইসলাম প্রকাশ মাহিন (২৭) নামে এক ব্যবসায়ীকে গলায় ছুরি ধরে ছিনতাইয়ের ঘটনায় অজ্ঞাত চারজনকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ভুক্তভোগী মাহিন নিজেই। মামলা নং-৩৯। শুক্রবার (২৮ মার্চ) তিনি এজাহার দাখিল করেন।
গত বুধবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চরলক্ষ্যার চরফরিদ সিডিএ আবাসিকের গরু বাজারের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন রাত ৮টা ২০ মিনিটের দিকে মাহিন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেলে শহরের উদ্দেশে রওনা দেন। পথে অজ্ঞাত এক ব্যক্তি সিগন্যাল দিলে মাহিন সরল বিশ্বাসে তার মোটরসাইকেল থামান। ওই ব্যক্তি তাকে একটু সামনে নামিয়ে দেওয়ার অনুরোধ করলে তিনি তাকে পেছনে বসতে দেন। কিছুক্ষণ পর আরেকজন এসে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয় এবং তাকে জোরপূর্বক মোটরসাইকেল থেকে নামিয়ে ফেলে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে আরো দুইজন আগে থেকেই অবস্থান করছিল। চারজন মিলে গলায় ছুরি ধরে তার কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোটরসাইকেল, ১৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৫০০ টাকা, বিকাশ অ্যাকাউন্টে থাকা ১ হাজার ৫০০ টাকা এবং ইসলামি ব্যাংক ও আল-আরাফাহ ব্যাংকের এটিএম কার্ড কেড়ে নেয়। এরপর তারা ব্যাংকের কার্ড থেকে ১৯ হাজার ৫০০ টাকা তুলে নেয়।

ছিনতাইকারীরা এখানেই থেমে যাননি। ভুক্তভোগী মাহিন জানান, ছিনতাইকারীরা তাকে ভয় দেখিয়ে একাধিক ভিডিও ধারণ করে। তারা তাকে দিয়ে বলানো হয় যে তিনি ইয়াবা বিক্রি করেন, টাকা ধার নিয়েছেন কিন্তু ফেরত দেননি, এমনকি এক নারীর সঙ্গে আবাসিক হোটেলে আটক হয়েছেন। এরপর তারা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার জন্য চাপ দেয়। আশেপাশের লোকজন থাকলেও কেউ এগিয়ে আসেনি।
দীর্ঘ পাঁচ ঘণ্টা বন্দি থাকার পর সুযোগ বুঝে পালানোর চেষ্টা করেছিল মাহিন। কিন্তু ব্যর্থ হন। ছিনতাইকারীরা তাকে পুনরায় ধরে ফেলে। পরে রাত ২টার দিকে এক ছিনতাইকারী তাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে মইজ্জ্যারটেক এলাকায় পাঠিয়ে দেয়। সেখানে এক সিএনজি চালক তার অবস্থা দেখে সন্দেহ করেন এবং মাহিনের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। পরে মাহিন আত্মীয়ের বাসায় আশ্রয় নেন এবং রাতেই কর্ণফুলী থানায় মৌখিকভাবে অভিযোগ জানান।
মাহিন বলেন, ‘আমি ছিনতাইকারীদের হাতে সর্বস্ব হারিয়েছি। থানায় মামলা করেছি। আমি নিঃস্ব হয়ে গেছি, সব শেষ আমার!
মাহিনের মামা শায়ের মাওলানা মুহাম্মদ এনামুল হক এনাম বলেন, আমি আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যাই এবং সঙ্গে সঙ্গেই থানায় জানাই। পুলিশ দ্রুত ব্যবস্থা নিলে অপরাধীরা ধরা পড়বে।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
