৫ই এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে গত ৬ মাসে বন্ধ হয়েছে ৫২ পোশাক কারখানা, চাকরি হারিয়েছে কয়েক হাজার শ্রমিক

শেয়ার করুন

গত ছয় মাসে চট্টগ্রামে বন্ধ হয়েছে ছোট-বড় অন্তত ৫২ পোশাক কারখানা। একই সময়ে কাজের আদেশ কমেছে প্রায় ২৫ শতাংশ। এতে করে কর্মহীন হয়ে পড়েছেন বেশ কয়েক হাজার শ্রমিক।

এ দিকে, আসন্ন ঈদের আগে শ্রমিকদের বেতনভাতা দেওয়া নিয়ে আশঙ্কায় আছে জেলার অন্তত ৪৪ কারখানা। এগুলোকে ‘ঝুঁকিপূর্ণ’ প্রতিষ্ঠানের তালিকায় রেখেছে শিল্প পুলিশ।

তবে এসব প্রতিষ্ঠানকে ‘ঝুঁকিপূর্ণ’ বলতে নারাজ বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংস্থাটির সাবেক সহসভাপতি রাকিবুল আলম চৌধুরী বলেছেন, কার্যাদেশ কমে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক ও ব্যাংকিং জটিলতার কারণেও কারখানা বন্ধ হয়েছে। এসব কারখানার অধিকাংশ নন-বন্ডেড প্রতিষ্ঠান।

বিজিএমইএ’র তথ্য বলছে—চট্টগ্রামে নিবন্ধিত পোশাক কারখানা ৬১১টি। চালু আছে ৩৫০টি। দীর্ঘদিন ধরে বন্ধ ২৬১ কারখানা। চালু থাকা ৩৫০ কারখানার মধ্যে ১৮০টি বিদেশি ক্রয়াদেশ নিয়ে কাজ করছে। বাকিগুলো সাব-কন্ট্রাক্ট নিয়ে কাজ করছে। এর মধ্যে অনেকগুলো বন্ধ আছে বা কার্যক্রম সীমিত করে ফেলেছে।

চট্টগ্রাম শিল্প পুলিশ-৩ এর পরিসংখ্যান অনুসারে—চট্টগ্রামে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইসহ কয়েকটি সংস্থার মোট পোশাক কারখানার সংখ্যা ৫৮০টি। চালু আছে ৫২৮টি। কার্যাদেশ না থাকায় বন্ধ হয়ে গেছে ৫২ কারখানা। গত ছয় মাসে এসব প্রতিষ্ঠান বন্ধ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঈদে শ্রমিকদের বেতনভাতা দিতে পারবে কিনা তা নিয়ে ৪৪ কারখানা আশঙ্কা করছে। শিল্প পুলিশের কর্মকর্তারা বলছেন, এসব প্রতিষ্ঠানে অতীতেও বেতনভাতা নিয়ে আন্দোলন হয়েছিল।

শিল্প পুলিশের ভাষ্য—কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আটটি, সিইপিজেডে ছয়টি, ডবলমুরিংয়ে ছয়টি, পাহাড়তলীতে পাঁচটি, কেইপিজেডে তিন, বায়েজিদে তিন, নগরী ও উপজেলাগুলো আরও ১৩টিসহ মোট ৪৪ কারখানার কাজের আদেশ কম থাকায় ঈদের আগে বেতনভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের আশঙ্কা আছে। এসব কারখানায় শ্রমিক সংখ্যা প্রায় ২১ হাজার।

ঝুঁকিতে থাকা এসব কারখানার কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানান, তাদের প্রতিষ্ঠান আগে বিদেশি ক্রেতাদের কাছ থেকে সরাসরি কার্যাদেশ নিয়ে কাজ করতো। পরিস্থিতি ক্রমশ হাতছাড়া হতে শুরু করলে সাব-কন্ট্রাক্টে কাজ করতে হয়েছে। যেসব বড় কারখানা কার্যাদেশ দিত তারাও কাজের আদেশ পাচ্ছে না। এ কারণে শ্রমিকদের বেতনভাতা দেওয়া সম্ভব হচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে মোহরা এলাকার বন্ধ হয়ে যাওয়া এক পোশাক কারখানার মালিক জানান,গত ৫ আগস্টের পর কয়েক দফায় হামলা চালিয়ে কারখানায় লুট করা হয়েছে। বাধ্য হয়েই কারখানা বন্ধ করে দিয়েছি।

নগরীর পাহাড়তলী এলাকায় বন্ধ হয়ে যাওয়া এক পোশাক কারখানার শ্রমিক সন্তোষ মন্ডল বলেন, কারখানা বন্ধ হয়ে যাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে কষ্টে আছি। গত দুই মাস ধরে নতুন চাকরি খুঁজছি।

সূত্র : ডেইলি স্টার

শেয়ার করুন

আরও পড়ুন