৫ই এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে ইফতারের সময় ছাত্রলীগের বড় মিছিল

শেয়ার করুন

৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর চট্টগ্রামে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ যতগুলো মিছিল করেছে, আজকের মিছিলে সবচেয়ে বেশি জমায়েত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে ইফতারের আজানের সময় চট্টগ্রাম শহরের চকবাজার থানার চট্টেশ্বরী মোড় হয়ে মিছিলটি কালিমন্দির ঘেষে এম এম আলী সড়কের দিকে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, ওই সময় সড়কে তেমন মানুষজন ছিল না। ইফতারের আজানের সঙ্গে সঙ্গেই মিছিলটি বের হয়। তারা সাবেক প্রধানমন্ত্রীর সমর্থনে বিভিন্ন স্লােগান দিচ্ছিল। মিছিলে প্রায় অর্ধ শতাধিকের মতো লোক ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মিছিলের একটি ভিডিওতে দেখা গেছে, মিছিলের অগ্রভাগে ছিল কয়েকটি মোটরসাইকেল। পেছনে আনুমানিক ২৫ থেকে ৩০ জন স্লোগান দিচ্ছেন। মিছিলে অংশগ্রহণকারীরা ‘স্বাধীনতার এই দিনে, মুজিব তোমায় মনে পড়ে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘আমরা কারা তোমরা কারা, শেখ হাসিনা শেখ হাসিনা’ এসব স্লোগান দিচ্ছিলেন।

এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবিরকে এবং জোনের সহকারী কমিশনার (এসি) মো. নূরে আল মাহমুদকে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি।

চট্টগ্রাম নগর পুলিশের মুখপাত্র (এডিসি) মাহমুদা খানমের কাছে এ প্রসঙ্গে জানতে চাইলে ‘জানা নেই’ বলে ওসির সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরও পড়ুন