চট্টগ্রামের চন্দনাইশে ভিজিএফ চালের কার্ড নিয়ে বাক-বিতণ্ডার জেরে স্থানীয় বিএনপি এবং এলডিপির নেতাকর্মীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন।
আজ সোমবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়ন মাঠে এ সংঘর্ষ হয়।
আহতরা হলেন, কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদুর রহমান বানু, আবু ছৈয়দ, মো. আলী, খোকা, মিটু, হায়দার এবং আনোয়ার।

জানা গেছে, সোমবার দুপুরে কাঞ্চনাবাদ ইউপি সদস্যের কাছে ভিজিএফ চালের কার্ড নিতে গেলে বিএনপি সমর্থিত নওসা মিয়া ও এলডিপি সমর্থিত আবু ছৈয়দের মধ্যে কথা কাটাকাটি হয়। এটা নিয়ে এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হন। এদের মধ্যে আহমদুর রহমান বানু ও খোকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার জন্য উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম এবং কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পরস্পরকে দায়ী করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।