৫ই এপ্রিল, ২০২৫

চট্টগ্রামে ভিজিএফ চালের কার্ড নিয়ে বিএনপি-এলডিপির সংঘর্ষ, ৭ নেতাকর্মী আহত

শেয়ার করুন

চট্টগ্রামের চন্দনাইশে ভিজিএফ চালের কার্ড নিয়ে বাক-বিতণ্ডার জেরে স্থানীয় বিএনপি এবং এলডিপির নেতাকর্মীদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন।

আজ সোমবার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলা কাঞ্চনাবাদ ইউনিয়ন মাঠে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন, কাঞ্চনাবাদ ইউনিয়ন এলডিপির সিনিয়র সহ-সভাপতি আহমদুর রহমান বানু, আবু ছৈয়দ, মো. আলী, খোকা, মিটু, হায়দার এবং আনোয়ার।

জানা গেছে, সোমবার দুপুরে কাঞ্চনাবাদ ইউপি সদস্যের কাছে ভিজিএফ চালের কার্ড নিতে গেলে বিএনপি সমর্থিত নওসা মিয়া ও এলডিপি সমর্থিত আবু ছৈয়দের মধ্যে কথা কাটাকাটি হয়। এটা নিয়ে এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা জড়ো হলে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের ৭ জন আহত হন। এদের মধ্যে আহমদুর রহমান বানু ও খোকাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার জন্য উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আকতারুল আলম এবং কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পরস্পরকে দায়ী করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন