চট্টগ্রামের মিরসরাইয়ে তিন ইউনিটে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছেন পদবঞ্চিতরা। এ সময় নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে প্রায় ৩০ মিনিট ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।
আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে প্রতিবাদ মিছিল বের করেন উপজেলার বিক্ষুব্ধ নেতাকর্মী ও সমর্থকরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য শাহীনুল ইসলাম স্বপন, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, করেরহাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এয়াছিন মিজান, যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলু, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির আহবায়ক ছালেহ আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ ও সদস্য সচিব রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা যুবদলের আহবায়ক কামাল উদ্দিন, উপজেলা কৃষক দলের আহবায়ক আশরাফ উদ্দিন, ওচমানপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ফরিদুল ইসলাম, ইছাখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মঞ্জুরুল হক মঞ্জু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আজিজুল হক মেম্বার, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দি, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এম হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান প্রমুখ।

বক্তারা বলেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে। যাদের মধ্যে বেশির ভাগ লোক ঢাকা ও চট্টগ্রাম শহরে থাকেন। অবিলম্বে এই অবৈধ পকেট কমিটি বাতিল করে নতুন করে কমিটি গঠনের জোর দাবি জানান তারা।
এর আগে সোমবার বিকেলে চট্টগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার স্বাক্ষরিত ৮৩ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এছাড়া ৩১ সদস্য বিশিষ্ট বারইয়ারহাট পৌরসভা ও ৫৩ সদস্য বিশিষ্ট মিরসরাই পৌরসভা বিএনপির কমিটি অনুমোদন দেয়া হয়। এরপর থেকে মিরসরাইয়ের বিভিন্ন স্থানে পদবঞ্চিত নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। ঘটেছে বিভিন্ন স্থানে হামলা ভাংচুরের ঘটনাও। এতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ নেতাকর্মী আহত হন।
এ বিষয়ে জানতে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা ১০ মিনিটের মতো সড়কে অবস্থান করেছিলেন। তেমন যানজট সৃষ্টি হয়নি।