চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম পাশের পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের চটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। যদিও তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি কর্তৃপক্ষ।

পাহাড়ে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের এমও দীপক কুমার দাশ। তিনি বলেন, ‘ওই পাহাড়ে লাগা আগুন নিয়ন্ত্রণে আমাদের চন্দনপুরা স্টেশনের দুটি ইউনিট কাজ করছে। যদি আগুন বেড়ে যায় তাহলে ছাত্র হোস্টেলেও ছড়িয়ে যেতে পারে। তবে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন লাগার কারণ জানা যায়নি।