২২শে এপ্রিল, ২০২৫

আইনজীবী আলিফ হত্যায় গ্রেফতার চন্দন-রাজিবকে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ

শেয়ার করুন

ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ কাণ্ডে আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে গ্রেফতার দুই আসামি চন্দন দাশ এবং রাজিব ভট্টাচার্যকে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য অনুমোদন পেয়েছে পুলিশ।

সোমবার (১৭ মার্চ) সকালে চট্টগ্রামের ৪র্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন। শুনানি শেষে আদালত জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদের জন্য পুলিশকে অনুমতি দেন। শুনানির সময় চন্দন ও রাজিব আদালতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন