লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগকে ভয় পান। সরকার প্রধানের দায়িত্ব নিয়ে ৬ মাসেও আওয়ামী প্রশাসনকে পরিবর্তন করতে পারেনি।
শনিবার (১৫ মার্চ) চট্টগ্রামের পটিয়া রাহাত আলী উচ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সমাবশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবশে স্থানীয় জামায়াতের নেতারাও বক্তব্য দেন।
তিনি বলেন, শেখ হাসিনার অত্মীয়স্বজনসহ আওয়ামী লীগের লোকজন ভারত পালিয়ে গিয়ে সেখানে নাগরিকত্ব গ্রহণ করেছে। তারা মুসলমান নয় এবং এ দেশের নাগরিকও নয়। ভবিষ্যতে তাদের এদেশে আর আসতে দেওয়া হবে না।

ড. ইউনূস আওয়ামী লীগকে এখনো ভয় পান মন্তব্য করে অলি বলেন, তাই তাদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নিতে পারেননি।
বৈষম্যবিরাধী ছাত্র আদালনের নেতাদের উদ্দেশে ড. অলি বলেন, ক্ষমতার লোভ না করে দেশের উন্নয়নের জন্য কাজ করলে একদিন ক্ষমতা নিজের হাত এসে ধরা দিবে। এ সময় তিনি আওয়ামী লীগের লোকজন যাতে দলের ভেতর ঢুকে না যায়; সেদিকে খেয়াল রাখার জন্য নেতাদের আহ্বান জানান।
পটিয়া উপজেলা এলডিপির সভাপতি মনছুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এয়াকুব আলী।
এলডিপি নেতা আবদুল কুদ্দুস ও আইয়ুব আলীর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল, চন্দনাইশ উপজেলা এলডিপি সভাপতি মোতাহার মিয়া ও সাধারণ সম্পাদক আকতারুল আলম, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, এলডিপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহমদ নবী, এলডিপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ জাফর, বাশঁখালী পৌরসভা এলডিপির সভাপতি আনিসুল ইসলাম, সাতকানিয়া উপজেলা এলডিপির সভাপতি মাহমুদুল হক চৌধুরী প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন পটিয়া পৌরসভা জামায়াতের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, দোহাজারী পৌরসভা এলডিপির সভাপতি লিয়াকত আলী, পটিয়া পৌরসভা এলডিপির সহ-সভাপতি সামশুল আলম সিকদার, পটিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর সাদেক হোসেন, সেক্রেটারি আনোয়ার হোসেন, চন্দনাইশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার হোসেন, পটিয়া পৌরসভা এলডিপির যুগ্ম আহ্বায়ক ডা. রিজুয়ান আজাদ, গাজী আমির হোসেন, সদস্য সচিব মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, আমিনুল হক তানিম, নাদিরুজ্জামান, সেলিম উদ্দিন প্রমুখ।
