১৪ই মার্চ, ২০২৫

এস আলম ও পরিবারের ২২৭ ব্যাংক অ্যাকাউন্টে ৮ হাজার কোটি টাকার সন্ধান, সরিয়ে ফেলার আগেই জব্দের নির্দেশ

শেয়ার করুন

বহুল বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের চেয়ারম্যান সাইফুল আলম এবং তার পরিবারের ২২৭টি ব্যাংক অ্যাকাউন্টে ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার ৭১১ টাকা পাওয়া গেছে। বিশাল অঙ্কের এই টাকা যাতে অন্যত্র সরিয়ে ফেলতে না পারেন সেজন্য অ্যাকাউন্টগুলো জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রবিবার দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহসিন মুনাবিল হক আদালতে আবেদন করেন। পরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন ব্যাংক অ্যাকাউন্টগুলো জব্দের নির্দেশ দেন। আদালতে দুদকের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর রুহুল ইসলাম খান।

আবেদনে উল্লেখ করা হয়, এস আলম ও তার পরিবারের সদস্যরা ওই অর্থ অ্যাকাউন্ট থেকে অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছিলেন। তা করলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত ব্যাহত হতে পারে। সুতরাং ওই অর্থ স্থানান্তর করা থেকে বিরত রাখতে একটি আদেশ প্রয়োজন।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি একই আদালত সিঙ্গাপুরসহ কয়েকটি দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগে এস আলম ও তার পরিবারের মালিকানাধীন ৪২টি কোম্পানির ৪৩৭ কোটি ৮৫ লাখ শেয়ার জব্দ করতে দুদককে নির্দেশ দেন।

তারও আগে গত ৩০ জানুয়ারি এস আলম গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের নামে ৩৬৮ কোটি টাকা মূল্যের ৫৮ একর স্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেন আদালত।

শেয়ার করুন

আরও পড়ুন