ছোট পর্দার অভিনেতা আজিজুর রহমান আজাদ। গ্রামের বাড়ি আশুলিয়ার জিরাবোয়। রোববার ভোরে একদল ডাকাত ঘরে ঢুকে তার পায়ে তিনটি গুলি করে। এ সময় স্ত্রী এবং মা গুরুত্বর আহত হন।
খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করে ভগ্নিপতি এবং নির্মাতা তপু খান বলেন, ঘটনাটি ঘটেছে ভোরবেলা। কয়েকজন ডাকাত বাসার রান্নাঘরের গ্রিল কেটে ঘরে ঢুকে। বাসার সবাই টের পেয়ে রান্নাঘরে গেলে সেসময় অভিনেতার স্ত্রীর মাথায় এবং তার মায়ের পায়ে গুরুতরভাবে আঘাত লাগে। এরপর ডাকাতরা চলে যাওয়ার সময়ে আজাদের পায়ে তিনটি গুলি করে।
মা-স্ত্রীসহ অভিনেতা এখন রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

হাসপাতালে অভিনেতার দেখাশোনা করছেন আরেক নির্মাতা আনিসুর রহমান রাজিব। তিনি বলেন, আপাতত চিকিৎসা চলছে। আজাদের পায়ে তিনটি গুলি লাগে। তার জ্ঞান ফিরেছে। ভালো আছে। তার স্ত্রী এবং মায়েরও চিকিৎসা চলছে।