চতুর্থ স্ত্রীকে না জানিয়ে পঞ্চম বিয়ে করায় স্বামী কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। নিহত ব্যক্তির নাম আলাউদ্দিন (৩৬)।
পরে খবর পেয়ে পুলিশ স্ত্রী নুর জাহানকে (২৩) আটক করেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে চট্টগ্রাম শহরের হালিশহর এলাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

ঘাতক নুর জাহান নোয়াখালী জেলার মাইজদী থানার মৃত নুরুল ইসলামের মেয়ে। নিহত আলাউদ্দিন নোয়াখালী জেলার সোনাইমুরী থানার মতিআলম বাজার মঈন উদ্দিনের ছেলে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আলাউদ্দিন একাধিক বিয়ে করেছেন। সবশেষ পঞ্চম বিয়ের জেরে চতুর্থ স্ত্রী তাকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীর মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।