১৪ই মার্চ, ২০২৫

উত্তরায় সেই দম্পতির ওপর হামলা চালায় মোট ৭ জন, জানা গেছে কারণ

শেয়ার করুন

উত্তরায় দম্পতি মুকবুল-ইফতির ওপর মোট ৭ জন হামলা চালিয়েছিল। তাদের মধ্যে আরো একজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ।

আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, সোমবার রাতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডে হামলায় জড়িত ৭ জনের মাঝে এ নিয়ে গ্রেফতার করা হয়েছে ৩ হামলাকারীকে। গ্রেফতাররা হলো- মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) ও আলফাজ। এই কিশোর গ্যাংটি টঙ্গী এলাকার।

জানা যায়, ভুক্তভোগী মকবুল জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য তাহসিন রিয়াদের বন্ধু।

ঘটনার বর্ণনা দিয়ে জাতীয় নাগরিক কমিটির দায়িত্বশীল সদস্য হাসান মঈন গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। তিনজনকে আটক করা হয়েছে। এই হামলার পেছনে আরো যারা জড়িত; তাদের সবাইকে খুঁজে বের করা হবে।

ঘটনার কারণ জানিয়ে হাসান মঈন বলেন, কিশোর গ্যাংটি টঙ্গী এলাকার। তারা সেক্টরের ভেতরে উচ্চশব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে যাচ্ছিল। এ সময় রিকশা থেকে প্রতিবাদ জানান মকবুল ও ইফতি। এতে ক্ষীপ্ত হয়ে গ্যাং বাহিনী জড়ো করে তারা। পরে মোবারক ও রবি রায় ওই দম্পতিকে কোপানো শুরু করে।

স্থানীয়রা জানান, টঙ্গী এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য তারা। সন্ধ্যার পর উত্তরা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্পটে সংঘবদ্ধভাবে ছিনতাইয়ে জড়িত চক্রের সদস্য বলে জানা গেছে।

এদিকে, গতকাল রাতে গ্রেফতার মোবারক হোসেন (২৫) ও রবি রায় (২২) কে দুই দিনের রিমান্ডে নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিল পুলিশ। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মো. সাইফুজ্জামানের আদালত পুলিশকে এই অনুমতি দেয়।

 

শেয়ার করুন

আরও পড়ুন