১৪ই মার্চ, ২০২৫

চট্টগ্রাম থেকে অপহৃত সেই দিকাদারকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার, ১ জন গ্রেফতার

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের কোর্ট বিল্ডিং এলাকা থেকে অপহৃত সেই ঠিকাদারকে ৩৫ ঘণ্টা পর উদ্ধার করেছে বাকলিয়া থানা পুলিশ। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎধানী রয়েছেন। এ ঘটনায় অপহরণ চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তবে, তার নাম পরিচয় এখনো জানা যায়নি।

গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে আহত অবস্থায় বাকলিয়া এলাকা থেকে ইদ্রিসকে উদ্ধার করা হয়।

অপহরণের শিকার মোহাম্মদ ইদ্রিস চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নের খোদ্দ গহিরা গ্রামের জুগির বাড়ির আবুল হোসেনের ছেলে। তিনি শহরের বলুয়ারদিঘীর পাড় এলাকায় থাকেন।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি দক্ষিণ বিভাগের উপ-কমিশনার শাকিলা সোলতানা। তিনি বলেন, আমরা যখন অহরণের শিকার ঠিকাদারের অবস্থান সনাক্ত করতে সক্ষম হই, তখন অপহরণকারীরা টের পেয়ে পালিয়ে যায়। এরপরো পুলিশের চেষ্টায় জড়িত একজন গ্রেফতার হয়েছে।

তিনি আরে জানান, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ বিস্তারিত জানানোর কথা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল বেলা ১১ টার দিকে ইদ্রিস জহুর হকার্স মার্কেট থেকে আরো দুইজনকে সঙ্গে নিয়ে বের হন। এ সময় অপরিচিত এক ব্যক্তি কথা আছে বলে ইদ্রিসকে একটি দোকানের ভেতর নিয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় ওই দিন রাতেই তার পরিবার কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনার পর থেকে ভিকটিমকে উদ্ধারে পুলিশ, র‍্যাব এবং সেনাবাহিনী তৎপর হয়।

শেয়ার করুন

আরও পড়ুন