রাঙামাটি থেকে ১৯৬ বোতল ফেন্সিডিল নিয়ে চট্টগ্রাম শহরে ঢুকছিল সাইফুল ইসলাম (৩৭) এবং নাসির উদ্দিন (৩১) নামে দুই ব্যক্তি। তার আগেই গোপন সংবাদের ভিত্তিতে র্যাব বিষয়টি জানতে পেরে অভিযান চালায়। এ সময় প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ফেন্সিডিলগুলো উদ্ধার করা হয়।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার পাঁকা রাস্তার ওপর তল্লাশি চালিয়ে এ চালানটি জব্দ করা হয়।
গ্রেফতার সাইফুল ইসলাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম আজমনগর এলাকা এবং নাসির উদ্দিন একই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

র্যাব জানায়, প্রাইভেটকারের ড্রাইভিং সিটের নিচে বিশেষ কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো ৮টি প্যাকেটে মোট ১৯৬ বোতল ফেন্সিডিল ছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানিয়েছেন, গ্রেপ্তার আসামি এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।