১২ই মার্চ, ২০২৫

রিহ্যাব মেলায় বিশেষ অফার নিয়ে থাকছে উইকন প্রপার্টিজ

শেয়ার করুন

চট্টগ্রামে আগামী ১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) ১৬তম আসর। প্রতিবছরের মতো এবার মেলাটি চট্টগ্রাম শহরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে অনুষ্ঠিত হবে। ১৪ দিন ব্যাপী আয়োজিত এই মেলায় অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ‘নিরাপদ আবাসন, নিশ্চিন্ত ভবিষ্যৎ’ স্লোগানকে সামনে রেখে সেরা সুযোগ সুবিধা এবং বিশেষ অফার নিয়ে অংশ নিচ্ছে উইকন প্রপার্টিজ।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শহরের মেহেদীবাগস্থ পিটুপি/উইকন প্রপার্টিজের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

প্রতিষ্ঠানটি জানায়, নিরাপদ আশ্রয় মানেই শুধু একটি ঠিকানা নয়, এটি মানসিক প্রশান্তি, সুখী জীবনযাপন এবং ভবিষ্যতের নিরাপত্তার প্রতীক। উইকন প্রপার্টিজ লিমিটেড সেই প্রতিশ্রুতি নিয়ে এসেছে, যা আপনার স্বপ্ন পূরণ করবে এককালীন বিনিয়োগে, কিন্তু আপনাকে দেবে সারাজীবনের নিশ্চয়তা। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিত প্রতিটি প্রকল্প শুধুমাত্র স্থাপত্যের নিদর্শন নয়, বরং একটি স্বপ্নের বাস্তবায়ন, যেখানে গুণগত মান, টেকসই অবকাঠামো ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা হয়।

অন্যদের চেয়ে উইকন প্রপার্টিজই কেন সেরা, এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটি জানায়-

প্রযুক্তিনির্ভর আধুনিক জীবনের প্রতিশ্রুতি :

উইকন প্রপার্টিজ আধুনিক স্থাপত্যশৈলীর সঙ্গে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে গড়ে তুলছে স্মার্ট আবাসন ও বাণিজ্যিক স্থাপনা। আমাদের প্রতিটি প্রকল্প ডিজাইন করা হয়েছে স্মার্ট হোম ও কমার্শিয়াল স্পেস এর ধারণা মাথায় রেখে, যা আপনার জীবনকে সহজ, নিরাপদ এবং উন্নত করবে।

স্মার্ট লিভিং ও আধুনিক সুবিধা:

স্মার্ট হোম সিস্টেম– আলোর নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ এখন স্মার্টফোনেই, উন্নত নিরাপত্তা ব্যবস্থা– ২৪/৭ সিসিটিভি নজরদারি, বায়োমেট্রিক অ্যাক্সেস ও ইন্টারকম সুবিধা, সৌরশক্তি ব্যবহারে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থা– পরিবেশবান্ধব ও টেকসই বিদ্যুৎ সরবরাহ, স্বয়ংক্রিয় পানি ব্যবস্থাপনা ও রেইন ওয়াটার হারভেস্টিং– সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জল ব্যবস্থাপনা, উন্নত কমার্শিয়াল স্পেস– আধুনিক ব্যবসার জন্য উচ্চমানের ইনফ্রাস্ট্রাকচার, দ্রুতগতির ইন্টারনেট এবং উন্নত নিরাপত্তা।

উইকন প্রপার্টিজ কেন অন্যদের চেয়ে সেরা?

নিরাপত্তার সর্বোচ্চ মান– ভূমিকম্প প্রতিরোধী কাঠামো, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং ২৪/৭ নজরদারি, হালাল ও ঝুঁকিমুক্ত বিনিয়োগ– শতভাগ শরিয়াহ-সম্মত বিনিয়োগ, যেখানে নেই কোনো গোপন খরচ বা প্রতারণার আশঙ্কা, সেরা লোকেশন– চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লার প্রিমিয়াম লোকেশনে অবস্থিত, যেখানে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক কেন্দ্রের সহজ প্রবেশাধিকার, স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা– প্রতিশ্রুতির শতভাগ বাস্তবায়ন, কোনো লুকানো চার্জ নেই, সাস্টেইনেবল ও পরিবেশবান্ধব অবকাঠামো– উন্মুক্ত সবুজ এলাকা, সৌরশক্তির ব্যবহার, জলসংরক্ষণ ব্যবস্থা এবং অত্যাধুনিক স্থাপত্য, নিরবিচ্ছিন্ন সাপোর্ট ও প্রতিশ্রুতি– আমাদের ক্লায়েন্টদের প্রতি আমাদের অনবদ্য প্রতিশ্রুতি ও সেবার মান, যা বছরের পর বছর অব্যাহত থাকবে।

এবারের রিহ্যাব মেলায় উইকন প্রপার্টিজে থাকবে যেসব সুযোগ এবং অফার :

এককালীন-এ স্বপ্ন পূরণ PAY ONCE – EARN NOW। বিশেষ ডিসকাউন্ট– নির্বাচিত ইউনিটের উপর আকর্ষণীয় ছাড়, সহজ কিস্তি সুবিধা– ইএমআই ও সহজে পরিশোধের সুযোগ, প্রায়োরিটি বুকিং– সেরা ইউনিটগুলো বুকিং-এর অগ্রাধিকার, এক্সপার্ট পরামর্শ – সম্পত্তি বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি পরামর্শ নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ, ফিউচার রেডি হোমস– আধুনিক স্মার্ট হোম সলিউশন ও ইকো-ফ্রেন্ডলি স্থাপত্য।

উইকন প্রপার্টিজ দিচ্ছে প্রতিশ্রুতি :

উইকন প্রপার্টিজ কেবল সম্পত্তি বিক্রয় করে না, বরং একটি জীবনযাত্রার মান উন্নত করার প্রতিশ্রুতি দেয়। আমাদের প্রতিটি ক্লায়েন্টের জন্য রয়েছে একটি অনবদ্য সাপোর্ট সিস্টেম, যা বিনিয়োগের আগে, পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ, এবং সম্পত্তির দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনায় আপনাকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পিটুটি ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক স্থপতি মেহেদী ইফতেখার, পিটুপি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কন্সট্রাকশনের পরিচালক প্রকৌশলী নাজিম উদ্দীন, পিটুপি ফ্যামিলির গ্রুপ সিওও মেজর মোহাম্মদ আমিনুল হক (অবঃ), উইকন প্রপার্টিজ লিমিটেডের সিটিও প্রকৌশলী দেবাশীষ পাল, হেড অব বিজনেস নাজমুল বিন আবেদীন, জিএম (অপারেশন) নাজমুল হোসেন, পিটুপি ফ্যামিলির গ্রুপ ডিজিএম রামেন দাশ গুপ্ত এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

আরও পড়ুন