১০ই জুলাই, ২০২৫

অপারেশন ডেভিল হান্টে লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ গ্রেফতার

শেয়ার করুন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরীকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা সদরের জমিদার পাড়াস্থ নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, খোরশেদ আলম চৌধুরী দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। এ ছাড়া তিনি সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, গ্রেফতার আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় থানায় ৩টি মামলা রয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংগঠিত সহিংসতায় জড়িত থাকার সুস্পষ্ট তথ্য রয়েছে।

শেয়ার করুন

আরও পড়ুন