২৩শে মার্চ, ২০২৫

ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা, ম্যাটস শিক্ষার্থীদের পিটিয়ে ছত্রভঙ্গ করে দিল পুলিশ

শেয়ার করুন

চার দফা দাবি আদায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় প্রবেশের চেষ্টা করলে অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিল পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৪৫ মিনিটে শিক্ষা ভবনের সামনে ম্যাটস শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা পুলিশি বাধা ও ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে পুলিশ সদস্যদের সঙ্গে হাতাহাতি হয়। এরপর লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেডের শব্দও শোনা যায়। পুলিশের ধাওয়ায় ফের শাহবাগ ফিরে ছত্রভঙ্গ হয়ে গেছেন আন্দোলনরত ম্যাটস শিক্ষাথীরা।

এদিকে, বেলা ৪টার দিকে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক চলছে।

প্রতিনিধিদলে রয়েছেন—সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের রামিম, মুজাহিদুল ইসলাম, হাসিবুল হাসান শান্ত, শামীম, আহমদ উল্লাহ মানসুর।

এর আগে দুপুর ২টার দিকে শাহবাগে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী।

শেয়ার করুন

আরও পড়ুন