চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট লিংক রোড এলাকা জেলা প্রশাসনের ডিসি পার্কে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা যায়, কয়েকশত যুবক পার্কের মূল গেইট ভেঙে লাঠিসোঠা এবং ইটপাটকেল নিয়ে ভেতরে প্রবেশ করে। এ সময় পার্কের নিরাপত্তারক্ষী এবং কর্মচারীদের মারধর করতে দেখা যায়।

পরবর্তীতে আরও একটি ভিডিওতে দেখা যায়, ডিসি পার্কের দোকানপাট এবং বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে।
অন্য আরেকটি ভিডিয়োতে ভেতরে থাকা দর্শনার্থীদের আতঙ্কিত। মূল গেট এবং আশপাশে ভাংচুর হওয়ায় তারা বেরও হতে পারছেন না।
সূত্রে জানা গেছে, বন্দরের কাভার্ডভ্যান এবং ট্রলির চালক/হেলপাররা এ হামলার ঘটনা ঘটিয়েছে।
শাহ জাহান নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, পার্কের কারণে ঘন্টার পর ঘন্টা আমদানি-রপ্তানির কাজে ব্যবহৃত গাড়ি জ্যামে আটকে থাকে। ফলে পরিবহন শ্রমিকরা বিরক্ত হয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছেন।
এ প্রসঙ্গে জানতে ডিসি পার্ক সংশ্লিষ্ট কারো সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করা সম্ভব হয়নি।
