চট্টগ্রামের সাতকানিয়ায় ধানী জমির মাটি কেটে ইট বানানোর দায়ে জিবিএম ইট ভাটা নামের একটি প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ ঢেমসা কলেজ রোডে অবস্থিত জিবিএম ব্রিক ফিল্ডে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, অভিযোগের সত্যতা পাওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। সেইসঙ্গে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবে না মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।

অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যরা।