২৩শে মার্চ, ২০২৫

চট্টগ্রামে বিয়ের অনুষ্ঠানে থেকে আটক বরের বাবাকে হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠাল আদালত

শেয়ার করুন

চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে (৫৮) হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

ফখরুল আনোয়ার চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই এবং সনির চাচা।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৪ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে নগরের নিউমার্কেট মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলন করছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র মো. তাফহীমুল ইসলাম। এ সময় ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র, ককটেল, কিরিচ, হকিস্টিক, রামদা নিয়ে হামলা করা হয়। তাফহীমুলের ডান হাতের কব্জিতে গুলি লাগে। যা হাতের এক পাশে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। পরে উদ্ধার করে সহপাঠীরা নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় তাকে। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় তাফহীমুলকে।

ওই ঘটনায় একই বছরের ২৩ সেপ্টেম্বর ওই ছাত্র বাদী হয়ে ৭৩৫ জনের নামসহ ১২০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলার ১০ নম্বর আসামি ফখরুল আনোয়ার।

জানা গেছে, ফখরুল আনোয়ারকে আজ বেলা আড়াইটার দিকে পুলিশি নিরপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সোয়া ৩টার দিকে তাকে চট্টগ্রাম কারাগারে নিয়ে যাওয়া হয়।

আরো পড়ুন : চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে গ্রেফতার উত্তরজেলা আ.লীগ নেতা ফখরুল

শেয়ার করুন

আরও পড়ুন