১৪ই মার্চ, ২০২৫

প্রবর্তক মোড়ের ডক্টরস ল্যাবের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঝলসে গেল কর্মচারি

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের প্রবর্তক মোড় এলাকায় ডক্টরস ল্যাবের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেছে কর্মচারী সৌরভ চৌধুরী (২৪)।

আজ শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সৌরভ কাতালগঞ্জ এলাকার বাসিন্দা।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তিনি ৩৬ নম্বর ওয়ার্ডে

চিকিৎসাধীন আছেন।
পাঁচলাইশ থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ডায়াগনস্টিক সেন্টারের ডেন্টাল ইউনিটের ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝলসে গেছে ওই যুবক। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুনেছি, তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারে কাজ করেন।

শেয়ার করুন

আরও পড়ুন