১৩ই মার্চ, ২০২৫

নগরের যানজট কমাতে ব্যাটারিচালিত রিকশার চার্জিং স্টেশন বন্ধে ম্যাজিস্ট্রেট নামছে

শেয়ার করুন

চট্টগ্রাম শহরের যানজট কমানোর জন্য উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রথম পদক্ষেপ হিসেবে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জিং স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হবে।

এ প্রসঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ব্যাটারিচালিত রিকশার জন্য যত্রতত্র চলাচল নিয়ন্ত্রণের লক্ষ্যে নীতিমালা প্রণয়নের মাধ্যমে যানজট কমানোর চেষ্টা করা প্রয়োজন। ব্যাটারি রিকশাগুলোর জন্য যে সব অবৈধ চার্জিং স্টেশন ব্যবহার করা হচ্ছে; সেগুলো বন্ধে ম্যাজিস্ট্রেটদের বলেছি। একইসঙ্গে বিআরটিএসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোও এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের কনফারেন্স রুমে চট্টগ্রাম নগরীর যানজট নিরসনকল্পে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এসময় যানজট নিরসনে বিভিন্ন সেবা সংস্থার বিচ্ছিন্ন কার্যক্রমের পরিবর্তে সমন্বিত উদ্যোগের মাধ্যমে যানজটকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব হলে মনে করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক মেয়র বলেন, নগরীকে যানজটমুক্ত করতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, পুলিশের ট্রাফিক বিভাগ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিসহ সংশ্লিষ্ট সবগুলো সেবা সংস্থা সমন্বিত কার্যক্রম প্রয়োজন। এজন্য বিভিন্ন স্টেকহোল্ডারকে নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

তিনি আরো বলেন, কর্ণফুলী ব্রিজের পাশে যে যানজট হচ্ছে সেটার জন্য আমরা ডিসি মহোদয়কে আমরা একটা জায়গা ব্যবস্থা করে দিতে বলেছি। আশা করি এই জায়গাটা বেশি বড় না হলেও ওইখানকার যে গাড়িগুলো আছে আমরা হয়তোবা পাার্কিং এর ব্যবস্থা করতে পারব। আশা করছি সংক্ষিপ্ত সময়ের মধ্যে কর্ণফুলী ব্রিজের পাশে বাস টার্মিনাল অথবা বাস স্টেশন চালু হবে। আর বহদ্দারহাট একটা বাস টার্মিনাল আছে এটাতে আসলে পর্যাপ্ত সুবিধা সেখানে নেই। সেখানে টয়লেট ফ্যাসিলিটিসটা আসলে ভেরি ইম্পর্টেন্ট এবং সেখানে লাইটিং ফ্যাসিলিটিস বোধয় কম আছে। তো ওগুলো যদি আমরা আরেকটু নিশ্চিত করতে পারি তাহলে নাগরিকদের সুবিধা হবে।

শেয়ার করুন

আরও পড়ুন