পাকিস্তানের করাচি বন্দর থেকে ৮২৫টি কনটেইনার নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে ভিড়তে যাচ্ছে আলোচিত সেই জাহাজটি। আগামী শুক্রবার ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে।
সূত্রে জানা যায়, এবার জাহাজটি ৮২৫ কনটেইনার চট্টগ্রাম বন্দরে নামিয়ে দেয়ার পর যাওয়ার সময় অন্তত ১ হাজার ২০০টি কনটেইনার নিয়ে যাবে।
কিন্তু, এসব কনটেইনারে এবার কী আসছে, সেটা জানা যায়নি। শিপিং কোম্পানিটি বলছে, পোশাকশিল্পের কাঁচামাল, রাসায়নিক, খনিজ পদার্থ ও ভোগ্যপণ্য—এসব পণ্যই পাকিস্তান থেকে আনা হয় কনটেইনারে। এবারও জাহাজটিতে এসব পণ্য থাকতে পারে।

পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কনটেইনার জাহাজ যোগাযোগ চালু হয় গত নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে। প্রথমবার ৩৭০ একক কনটেইনার আনা হয় জাহাজটিতে করে। এর মধ্যে পাকিস্তান থেকে আনা হয় ২৯৭ একক কনটেইনার, বাকিগুলো দুবাই থেকে। এবার ৮২৫টিই আনা হচ্ছে সরাসরি পাকিস্তান থেকে।