এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়তলীর জাবেদ গ্রুপ ও হালিশহরের আলী গ্রুপের মধ্যে সংর্ঘষ হয়। এ সময় জাতীয় পরিসেবা নম্বর ৯৯৯ এ খবর পেয়ে বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় আব্দুল লতিফ সড়ক মাইট্টাইল্যা গলি এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি চাইনিজ কুড়াল, একটি ধারালো ছোরা ও একটি লোহার রড জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেনÑ মোহাম্মদ আলী (২৪) ও মো. সুজন (২৪)।

বিষয়টি নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, টাকা লেনদেন ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহড়তলীর জাবেদ গ্রুপ ও হালিশহরের মোহাম্মদ আলী নামে দুপক্ষের প্রায় ৪০ থেকে ৫০ জন সংঘর্ষে লিপ্ত হয়। জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ম্যাগাজিন ও ধারালো অস্ত্র জব্দ করা হয়।