এনসিএল টি-টোয়েন্টির তৃতীয় দিনে ঢাকাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম। শুরুতে ব্যাট করতে নেমে ১৬ ওভার ৪ বল ব্যাট করে স্রেফ ৬৪ রানে অলআউট হয়ে যায় ঢাকা। পরে ওই রান তাড়ায় নেমে ১১ ওভারেই ম্যাচ জেতে চট্টগ্রাম। মূলত, তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ঢাকা বিভাগের বিপক্ষে বড় জয় পেয়েছে চট্টগ্রাম।
শনিবার (১৪ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সহজ লক্ষ্য ৬৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই সাবধানী ছিলেন চট্টগ্রামের দুই ওপেনার জয় ও তামিম। প্রথম দুই ওভারে মাত্র ৫ রান করেছিলেন তারা। তবে তৃতীয় ওভারে ইকবাল হোসেন ইমনের বিপক্ষে দুই চার মেরে ব্যাটিংয়ের জড়তা কাটান তামিম। পরের ওভারে নাজমুল ইসলাম অপুকে দুই চার মেরেছেন আরেক ওপেনার জয়। পাওয়ার প্লের বাকি সময়টায় আক্রমণাত্বক ব্যাটিং করেছেন তিনি।
ফাহাদের এমন বোলিংয়ের পর আর ঘুরে দাঁড়াতে পারেনি ঢাকা। চট্টগ্রামের বাকি দুই পেসার ইরফান ও শরীফ নিয়েছেন দুটি করে উইকেট। স্পিনার জয় ফিরিয়েছেন তাইবুর রহমান ও সুমন খানকে। ৬৪ রানে অল আউট হওয়া ঢাকার হয়ে সর্বোচ্চ ৩০ রান এসেছে তাইবুরের ব্যাট থেকে। বাকিদের কেউই দুই অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি।

সংক্ষিপ্ত স্কোর
ঢাকা বিভাগ- ৬৪/১০ (১৬.৪ ওভার) (তাইবুর ৩০; ফাহাদ ৪/১১, ইরফান ২/১৩, শরীফ ২/১৬, জয় ২/৮)
চট্টগ্রাম বিভাগ- ৬৫/০ (১১ ওভার) (জয় ৪৪*, তামিম ২১*)