ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ৮ আসামিকে ৫ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মো. আলমগীর হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মফিজুল হক ভূঁইয়া জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় সাত দিনের রিমান্ড চেয়েছিলো তদন্তকারী কর্মকর্তা সেলিম মিয়া। আদালত শুনানি শেষে অভিযুক্তদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে।

আদালত সূত্রে জানা যায়, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের আরেকটি মামলায় ছয় দিনের জিজ্ঞাসাবাদ শেষে আজ ওই আট আসামিকে আদালতে আনা হয়।
গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চিন্ময় অনুসারীরা। সংঘর্ষ চলাকালীন সময়ে নগরীর রঙ্গন সিনেমা হলের পাশে বান্ডেল সেবক কলোনির সামনে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় সাইফুল ইসলাম আলিফকে।
হামলা ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেছে। আর হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।