আওয়ামী লীগ সরকারের পতনের পর রাউজানের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। আজ নতুন আরও তিনটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
এসময় আরও একটি মামলার নথিপত্র অন্যত্র থাকায় সেটার শুনানি হয়নি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন জানান, রাউজান থানায় দায়ের করা হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ তিন মামলায় এবিএম ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। এরপর গত ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের আবদুল্লাহপুর এলাকা থেকে এবিএম ফজলে করিমসহ তিনজনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফজলে করিম আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছিল। এরপর ১৯ সেপ্টেম্বর তাকে হেলিকপ্টারে চট্টগ্রামে আনা হয়।