২৮শে মার্চ, ২০২৫

১২ ঘণ্টা সমুদ্র পাড়ি দিয়ে সেন্টমার্টিন গিয়ে ১৫ মিনিটও অবস্থান করতে পারেনি পর্যটকরা!

শেয়ার করুন

গতকাল ১ ডিসেম্বর সকালে প্রায় ৯ মাস পর ৬৫৩ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন যায় একটি জাহাজ। কিন্তু, কক্সবাজার থেকে যাওয়া আর আসা মিলে মোট ১২ ঘণ্টা সমুদ্র পাড়ি দিয়ে সেন্টমার্টিন গিয়ে ১৫ মিনিটও অবস্থান করতে পারেনি পর্যটকরা। মূলত, ডুবচরের কারণে জাহাজ ছাড়তে দেরি করায় এ সমস্যা হয়েছে।

দিনে গিয়ে দিনে আসা পর্যটকদের অভিযোগ, অনেকে জাহাজ থেকে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নামতেও পারেননি। জাহাজের জানালা দিয়েই দেখেছেন স্বপ্নের দ্বীপকে। কারণ, জাহাজ পৌঁছলে সেন্টমার্টিন ঘুরে দেখতে সময় দেওয়া হয় মাত্র ৩০ মিনিট।

পর্যটকরা আরও অভিযোগ করেন, ২ ঘণ্টা সময় দেওয়ার কথা থাকলেও তা দেয়নি জাহাজ কর্তৃপক্ষ।

কয়েকজন পর্যটক জানান, জাহাজ কর্তৃপক্ষ আমাদের ১৫ মিনিট সময় দিয়েছিল সেন্টমার্টিন ঘুরে দেখার জন্য। ১৫ মিনিটে কি এতবড় দ্বীপ ঘুরে দেখা যায়? তাই আমরা জাহাজ থেকেই দূরের নারিকেল জিঞ্জিরাকে দেখেছি।

এদিকে জাহাজ কর্তৃপক্ষ বলছে, ডুবোচরের কারণে কক্সবাজার থেকে জাহাজ ছাড়তে ৪ ঘণ্টা দেরি করেছে। ফলে ২ ঘণ্টা বিরতি দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরও পড়ুন