আইজনীজী আলিফ হত্যাকাণ্ডে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কোনো পরিচ্ছন্ন কর্মী জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ থাকলে প্রশাসন গ্রেফতার করতে পারবে। আমরা কোনো হস্তক্ষেপ করবো না। তবে কোনো নিরীহ মানুষকে গ্রেফতার করা যাবে না।
সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চসিকের ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড পরিদর্শনে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
মেয়র বলেন, আজ ৩২ নম্বর আন্দরকিল্লা ওয়ার্ড এসেছি। এ ওয়ার্ডে কিছুদিন আগে আমাদের এক আইনজীবীকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। স্পষ্টভাবে বলতে চাই, চিহ্নিত সন্ত্রাসী যেই হোক; সে যদি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা-কর্মচারিও হয়ে থাকে তাহলে তাকে প্রশাসন গ্রেফতার করবে। সে বিষয়ে সিটি করর্পোরেশন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।

হুঁশিয়ারি জানিয়ে মেয়র আরো বলেন, তবে সিটি কর্পোরেশনের নিরীহ কোনো কর্মকর্তা-কর্মচারি যাতে গ্রেফতার না হয়। মেথর পট্টি থেকে যারা সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ করছে, কষ্ট করছে; তারা নির্বিঘ্নে বের হবে, তারা কাজ করবে। চিহ্নিত সন্ত্রাসী আমরা যারা চিনি, যারা দেখেছি; তারা অবশ্যই আইনের আওতায় আসবে।
জনগণের উদ্দেশ্যে শাহাদাত হোসেন বলেন, ‘সিটি কর্পোরেশন মানুষের সেবা দিতে বদ্ধপরিকর। সিটি করপোরেশনের কর্মকর্তাদের সার্বিকভাবে সহযোগিতা করে এ শহরকে সুন্দর রাখতে কাজ করে যাবেন।’