রেয়াজউদ্দিন বাজার এলাকার নুপুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থরে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে নুপুর মার্কেটের সপ্তমতলায় একটি জুতার গোডাউনে আগুনের সূত্রপাত হয়।
গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা দিয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
তামাকুমুণ্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, নুপুর মার্কেটের সপ্তমতলায় একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দিয়েছে।