১৩ই মার্চ, ২০২৫

মাঠে নামতে মরিয়া আওয়ামী লীগ, ঠেকাতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার!

শেয়ার করুন

শনিবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আলোচনায় আওয়ামী লীগ, রাজনীতির অঙ্গনে আগামীকাল রোববারের কর্মসূচি নিয়ে চিন্তা-ভাবনা।

এদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্টের পর সেই আলোচনা আরও পোক্ত হয়েছে। অনেকেরই প্রশ্ন, পতনের তিন মাস পর হঠাৎ কর্মসূচি দিয়ে কী পন্দি এঁটেছে দলটি? তবে কী রাজনীতির মাঠে ফিরতে চাইছে ‘ফ্যাসিস্ট’ আখ্যা পাওয়া আওয়ামী লীগ?

যদিও কর্মসূচি ঘোষণার পর তা মোকাবেলার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এ নিয়ে রাজনীতিতে এখন উত্তেজনার পারত।

এর আগে বেশ কয়েক দফাই আলোচনায় এসেছিল প্রতিবিপ্লব। বিভিন্ন বিক্ষোভে আওয়ামী লীগ ইন্ধন দিচ্ছে এমন কথাও শোনা গেছে ফেসবুকে। যদিও এসব গুঞ্জন গুঞ্জনই থেকে গেছে এতদিন। এর মধ্যে বিভিন্ন সময় শেখ হাসিনার কণ্ঠস্বদৃশ্য যে ফোনালাপ ছড়িয়ে গেছে তাতেও তাকে দেশে ফেরার ব্যাপারে আগ্রহী বোঝা গেছে। বিশেষ করে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করে ছাত্রলীগকে নিষিদ্ধের পর ঢাকায় মিছিলও হয়েছে।

এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অনেক আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে সরব হন। হোয়াইট হাউস যারই নিয়ন্ত্রণে থাকুক, ইন্দো প্যাসেপিক অঞ্চলে তেমন প্রভাব থাকবে না জেনেও ডোনাল্ড ট্রাম্পের জয়কে নিজেদের জয় বলে মনে করছে আওয়ামী লীগ ও তাদের মিত্ররা। তাদের ধারণা, বাংলাদেশ নিয়ে জো বাইডেন প্রশাসনের যে কঠোর অবস্থান ছিল তা কিছুটা নরম হবে ভারতের মধ্যস্থতায়। এ কারণে অনেকটা তড়িঘড়ি করে ট্রাম্পকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ওই বিবৃতিতে শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী উল্লেখ করলেও খোদ ভারতও তাকে সাবেক হিসেবে বিবেচনায় নিচ্ছে।

মার্কিন নির্বাচনের পর আত্মগোপনে থাকা নেতাকর্মীদের পাশাপাশি যারা ফেসবুকে সরব রয়েছেন তারাও দেশের রাজনীতিতে ফিরে আসার আশা দেখছেন। আর আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপির নরম সুর এবং অবস্থানকে আপাতত ইতিবাচক হিসেবেই দেখছে তারা।

নানা গুঞ্জন আর আলোচনার মধ্যেই কর্মসূচি দিল আওয়ামী লীগ। শহীদ নূর হোসেন দিবসকে কেন্দ্র করে ১০ নভেম্বর গণতন্ত্র পুনরুদ্ধারে রাজধানী ঢাকার জিরো পয়েন্টে নেতাকর্মীসহ সাধারণ জনগণকে আসার আহ্বান জানানো হয় আওয়ামী লীগের ফেসবুক পোস্টে।

মূলত, ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতনের পর এবারই প্রথম প্রকাশ্যে আসার ঘোষণা দিল দলটি। আওয়ামী লীগের এমন কর্মসূচি নিয়ে চলছে নানা আলোচনা। যদিও তা মোকাবেলার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক একাউন্টে সরকারের অবস্থান জানিয়েছেন। তিনি পোস্টে লেখেন, আওয়ামী লীগ বর্তমানে একটা ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও শেখ হাসিনার নির্দেশে কেউ সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণাঙ্গভাবে মোকাবেলা করবে।

জিরো পয়েন্টে আওয়ামী লীগের কর্মসূচির ঘোষণা এবং সরকারের কঠোর অবস্থান নিয়ে নানা মহলে উৎকণ্ঠা। রোববার কী ঘটতে চলছে ঢাকায়?

শেয়ার করুন

আরও পড়ুন