২৩শে মার্চ, ২০২৫

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তাৎক্ষণিক বিজয়ী ভাষণে যা বললেন

শেয়ার করুন

মার্কিন যুক্তরাষ্টের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ২৭৯টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। আর ২২৩টি পেলেন প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস। মোট ইলেকটোরাল কলেজ ভোট ৫৩৮টি। জেতার জন্য প্রয়োজন ছিল ২৭০টি।

প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট জেতার আগেই ট্রাম্প অবশ্য ফ্লোরিডার মঞ্চে নিজেকে জয়ী ঘোষণা করে বিজয়ী ভাষণ দেন। অন্যদিকে ওয়াশিংটন ডিসিতে সমাবেশস্থলে ভাষণ দেননি কমলা। সেখানে সমর্থকদের ভিড়ও ছিল না।

ইতোমধ্যে বিশ্বনেতারা ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানাতে শুরু করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও।

যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস জানায়, সুইং স্টেট উইসকনসিনে জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তার ২৭৬টি ইলেকটোরাল ভোট নিশ্চিত হয়। এর মাধ্যমে ট্রাম্প আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে প্রত্যাবর্তন নিশ্চিত করলেন।

গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভেনিয়াতেও জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

এর আগে ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণার ওয়াচ পার্টিতে হাজির হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি একটি অসাধারণ বিজয় পেয়েছেন।

ট্রাম্প আরও বলেন, এটি হবে আমেরিকার স্বর্ণযুগ। এটি আমেরিকার মানুষের জন্য একটি অসাধারণ বিজয়, যা আমাদের আবার আমেরিকাকে মহান করতে সাহায্য করবে, তিনি তার প্রচারণার স্লোগান যোগ করেন।

নিজের রানিংমেট জেডি ভ্যান্সকেও প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ভ্যান্স ভালো পছন্দ। ভ্যান্স তার ভাষণে বলেন, ট্রাম্প আমেরিকার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক প্রত্যাবর্তন করেছেন।

ভাষণে ইলন মাস্ককে একজন তারকা হিসেবে পরিচয় করিয়ে দেন ট্রাম্প। তার ভাষণের একটি অংশই ছিল এ প্রযুক্তি বিলিয়নেয়ারের জন্য। তাকে দারুণ একজন মানুষ বলে আখ্যা দেন ট্রাম্প।

ট্রাম্প ইঙ্গিত দেন, রবার্ট এফ কেনেডি জুনিয়র – সাবেক স্বতন্ত্র প্রেসিডেন্ট প্রার্থী, তার প্রশাসনে স্বাস্থ্যসেবা সম্পর্কিত দায়িত্বে কোনো ভূমিকা রাখবেন। কেনেডি আগস্টে নির্বাচন থেকে সরে এসে ট্রাম্পকে সমর্থন জানিয়েছিলেন।

শেয়ার করুন

আরও পড়ুন