১৪ই মার্চ, ২০২৫

রিয়াজউদ্দিন বাজারে তৌহিদি জনতার বাধায় শো-রুম উদ্বোধন করতে নানা পেরে যা বললেন মেহজাবিন

শেয়ার করুন

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি পোশাকের দোকান উদ্বোধনের কথা ছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর। কিন্তু, রিয়াজউদ্দিন বাজারের সাধারণ ব্যবসায়ী ও তাওহীদি জনতা’ নামের দল মানুষের বাধায় তিনি চট্টগ্রামে এসেও শোরুম উদ্বোধনে অংশ নিতে পারেননি।

এ নিয়ে গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা-সমালোচনা চলতে থাকে। যদিও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি এই অভিনেত্রীর।

এদিন রাত ১২টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে পোস্ট দিয়ে অনুষ্ঠানে অংশ নিতে না পারার কারণ জানান দেন মেহজাবীন।

ওই অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রাম বিমানবন্দরে এসেছিলেন জানিয়ে মেহজাবীন চৌধুরী লিখেছেন, আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম। কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে।

নিরাপত্তার অভাবে অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরও লিখেন, আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাবো না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।

এ প্রসঙ্গে গতকাল শো-রুমটির ম্যানেজার ইমদাদ হোসেন বলেছিলেন, রাজনৈতিক ইস্যুতে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেননি।

বিস্তারিত জানেন না জানিয়ে তিনি বলেন, শেষে ওঁনাকে ছাড়াই আমরা উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন করেছি।

 

শেয়ার করুন

আরও পড়ুন