চট্টগ্রাম শহরের লালখানবাজার এলাকার ‘আওয়ামী সন্ত্রাসীদের’ গ্রেফতার করতে পুলিশ প্রশাসনকে ২৪ ঘণ্টামেটাম দিয়েছে বিএনপি। না হয় পুলিশ কমিশনারের কার্যালয় ঘেরাও করার হুঁশিয়ারি করা হয়।
আজ শনিবার (২ নভেম্বর) দুপুরে ১৪ নং লালখানবাজার ওয়ার্ড বিএনপি এ ইউনিটের সভাপতি শামীম আহমেদ নান্ট্রুর সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম শাহ আলম।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর কিন্তু আমরা প্রতিশোধের নেশায় মেতে উঠিনি। আমরা সর্বাত্মক অনুরোধ করেছি আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার জন্য। এর মানে এই নয় আমরা চুপ করে আছি। এর মানে এই নয় আমরা আওয়ামী লীগকে ভয় করছি। শেখ হাসিনা পার্শ্ববর্তী একটি দেশে বসে বিভিন্ন টেলিকনফারেন্সের মাধ্যমে দলের সর্বস্তরের সন্ত্রাসীদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে নাকি লাশের রাজনীতি শুরু করতে চায়। আবারও বাংলাদেশে অশান্তি সৃষ্টি করতে চায়। এই লুটতরাজ হাসিনার সরকারকে, এই আওয়ামী লীগকে বাংলাদেশে আর কোনো অবস্থাতেই স্থান দেওয়া যাবে না।

প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা না হয়, আমরা সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে ৫ আগস্টের মতো পুলিশ কমিশনার কার্যালয় ঘেরাও করবো। আমরা এখনো বিশ্বাস করি প্রশাসনের ভেতরে আওয়ামী সন্ত্রাসীরা ওৎ পেতে আছে। তাদেরকে আমরা সাবধান করে দিতে চাই।
মানববন্ধনে এলাকার সর্বস্তরের বাসিন্দাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, খুলশী থানা বিএনপি নেতা ইসমাইল, জানে আলম বাচা, নগর যুবদলের সাবেক কোষাধ্যক্ষ নূর হোসেন উজ্জ্বল, খুলশী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন পিন্টু, ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক জহুরুল ইসলাম, মনসুর আলী, মনির উদ্দিন, জুয়েল, বাদশা, জাহাঙ্গীর, শাহাবুদ্দিন, ফজির, তাহের, জিয়াউদ্দিন রনি প্রমুখ।