শাহেদুল ইসলাম মানিক (২৩) রাঙ্গুনিয়ার মরিয়মনগরের বাসিন্দা। কাজ করতেন স্থানীয় একটি গ্যারেজে। অসাবধানতা বশত রাস্তা পার হতে গিয়ে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় গুরুত্বর আহত হয়। দুই দিন চিকিসাধীন থাকা অবস্থায় আজ মারা যায়।
ঘটনাটি গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘাটচেক এলাকায় ঘটে। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
আজ শনিবার (২ নভেম্বর) নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত শাহেদুল ইসলাম মানিক উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মসজিদ গলি এলাকার মৃত আব্দুল সফুরের ছেলে।