১২ই ফেব্রুয়ারি, ২০২৫

দখল-সন্ত্রাস করে দল থেকে বহিষ্কৃত হলো বিএনপি নেতা তোতন

শেয়ার করুন

দখল-সন্ত্রাস ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে খোদা তোতন।

আজ রোববার (২৭ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, এস কে খোদা তোতনের বিরুদ্ধে দখল, সন্ত্রাস, ভয়ভীতি প্রদর্শন এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার নানা অনাচারের সুষ্পষ্ট অভিযোগ রয়েছে। তাই তাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

শেয়ার করুন

আরও পড়ুন