২৫শে এপ্রিল, ২০২৫

মুরাদপুরে ছাত্র-জনতার ওপর গুলি চালানো ছাত্রলীগকর্মী হৃদয় গ্রেফতার

হাবিবুর রহমান হৃদয়

শেয়ার করুন

গত ১৮ জুলাই চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, হৃদয় নগরীর ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গত ১৮ জুলাই নগরের পাচঁলাইশ থানার মুরাদপুর শান্তিপূর্ণ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, নগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ,কলেজ,স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় হাবিবুর রহমান হৃদয় ও অন্য দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে ওপর গুলিবর্ষণ করে। এছাড়াও তারা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি-সোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পিটিয়ে ও ককটেল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, গত দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে খুলশী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বড়ভাইদের নির্দেশে গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে নগরের মুরাদপুর এলাকায় অস্ত্র নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন হাবিবুর। সেখানে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। হাবিবুর নগরের পাঁচলাইশ থানায় হওয়া মামলার আসামি হওয়ায় তাকে সেই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

আরও পড়ুন