১২ই ফেব্রুয়ারি, ২০২৫

চান্দগাঁওয়ে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতি, ৩ জন গ্রেফতার

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় ভোররাতে চালককে ছুরিকাঘাত করে ব্যাটারিচালিত অটোরিকশা ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানায় অভিযোগ দায়ের পর অভিযান চালিয়ে আজ মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ছিনতাই হওয়া ১টি ব্যাটারিচালিত অটোরিক্সা ও ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

চান্দগাঁও থানা পুলিশ জানায়, সোমবার ভোররাতে চান্দগাঁও থানাধীন বেপারী পাড়া ব্রিজে অপরিচিত কয়েকজন লোক গতিরোধ করে ছুরিকাঘাত করে জালাল মিয়া (৫০) রিকশাচালকের ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়। পরে ভিকটিমের ছেলের করা মামলার তদন্তে নেমে তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীর অবস্থান সনাক্ত করে ঘটনার সাথে জড়িত মো. পারভেজ (২৪), অরিফুল ইসলাম প্রকাশ ইমন (২৬) ও আরমান হোসেনকে (২২) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মহানগর/এআই

শেয়ার করুন

আরও পড়ুন