১৪ই মার্চ, ২০২৫

সব প্রস্তুতি নিয়েও যে কারণে পেছালো ডা. শাহাদাতের শপথ

ফাইল ছবি

শেয়ার করুন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছিল। কিন্তু, অনেকটা বাধ্য হয়েই এ সপ্তাহ পেছিয়ে আগামী সপ্তাহের রবি কিংবা সোমবারে হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ অসুস্থ থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠান পেছানো হয়েছে।

এ প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘চলতি সপ্তাহে শপথের জন্য মন্ত্রণালয় থেকে প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে উপদেষ্টা মহোদয় অসুস্থ থাকায় শপথ অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না। আগামী রবিবার তিনি অফিস করবেন। সেদিন অথবা সোমবার করে আমরা অনুষ্ঠানের জন্য প্রাথমিক দিনক্ষণ ঠিক করেছি।’

এর আগে গত ১ অক্টোবর ডা. শাহাদাত হোসেনকে চসিকের মেয়র হিসেবে ঘোষণা করেন নির্বাচনী ট্রাইব্যুনাল। পরে গত ১৯ আগস্ট সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেটি থেকে চট্টগ্রামকে বাদ দিয়ে সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ফলে মেয়র হিসেবে শপথ নিতে কোনো আইনি বাধা ছিল না ডা. শাহাদাত হোসেনের। পরে চলতি সপ্তাহে তাঁর শপথ গ্রহণের সম্ভাবনার কথা জানা গেছিল মন্ত্রণালয় সূত্রে।

জানতে চাইলে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু, স্থানীয় সরকার উপদেষ্টা অসুস্থ থাকায় শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজনে বিলম্ব হচ্ছে। আগামী সপ্তাহের শুরুতে শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে।’

শেয়ার করুন

আরও পড়ুন