১৪ই মার্চ, ২০২৫

হাউজিং সোসাইটি অফিসে হামলা-ভাঙচুর মামলার আসামি মনির গ্রেফতার

গ্রেফতার আ.ল.ম মিজবাহুল মনির

শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকার দি চিটাগং কো-অপারেটিভ সোসাইটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাট মামলার ২ নম্বর আসামি আ.ল.ম মিজবাহুল মনিরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পাঁচলাইশ এলাকার মুনির আহমেদের ছেলে।

গতকাল রোববার (২০ অক্টোবর) নগর বিএনপির কার্যালয়ে হামলার মামলায় কোতোয়ালী থানা পুলিশ গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করেন।

হাউজিং সোসাইটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে মামলার ইজাহার সূত্রে জানা যায়, মিজবাহুল মনিরসহ অন্যান্য আসামিরা গত ৭ সেপ্টেম্বর পাঁচলাইশ থানা এলাকার নাসিরাবাদ হাউজিং সোসাইটির কার্যালয়ে জোরপূর্বক প্রবেশ করে প্রথমে সমিতির ব্যবস্থাপনা কমিটির সদস্যদের খোঁজাখুঁজি করে। তাদের না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। সোসাইটির ম্যানেজার মোহাম্মদ মামুনুর রশিদ বাধা দিলে আসামিরা তাকে মারধরসহ লাঞ্চিত করেন এবং মূল্যবান নথিপথ চুরি করে নিয়ে যায়।

ইজাহারে আরও উল্লেখ করা হয়, আসামিরা একটি বিশেষ সাধারণ সভার নোটিশে মামলার বাদী হাউজিং সোসাইটির ম্যানেজার মামুনুর রশিদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর গ্রহণ করে তাকে পদত্যাগ করতে বাধ্য করায়। এ সময় বাদীকে নাসিরাবাদ এলাকায় পুনরায় দেখা গেলে হত্যার হুমকিও দেন তারা। পরে তিনি ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে নিজের নিরাপত্তার কথা ভেবে মামলা দায়ের করেন। পরবর্তীতে তিনি ব্যবস্থাপনা কমিটির পরামর্শে নিজের নিরাপত্তার কথা ভেবে অভিযুক্ত চার জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন।

এদিকে, গ্রেফতারকৃত আসামি মিজবাহুল মনির গত ৩ আগস্ট কাজীর দেউড়ি এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয় হামলার মামলায় ৮৪ নম্বর আসামি। মিজবাহুল মনির মূলত ওই মামলার গ্রেফতার হয়েছেন।

বিএনপি কার্যালয়ে হামলার মামলায় নিযুক্ত তদন্ত কর্মকর্তা মারুফ বিন আব্দুল্লাহর আসামি কোর্টে প্রেরণ প্রতিবেদন সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট মামলার আসামি। রোববার চট্টগ্রাম কলেজের ছাত্র রকিবুল হোসেন, সিফাত ও রাকিব মিজবাহুল মনিরকে থানায় নিয়ে আসে। পরে বিএনপির কার্যালয়ে হামলার মামলার বাদী থানায় এসে মিজবাহুল মনিরকে সনাক্ত করলে পুলিশ গ্রেফতার করে।

শেয়ার করুন

আরও পড়ুন