২৫শে এপ্রিল, ২০২৫

চার ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের দাবি পুলিশের

মধ্যরাতে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ, সিএমপি কার্যালয় ঘেরাও বৈষম্যবিরোধীদের

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

মধ্যরাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে পাল্টা মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। এ সময় ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে চট্টগ্রাম মহানগর মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয় ঘেরাও করে তারা। এ সময় তারা চট্টগ্রামে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনগুলোকে নিষিদ্ধের দাবিও জানান। পরে সিএমপির পক্ষ থেকে গ্রেফতারের আশ্বাস দেওয়ায় হয়।

আজ শনিবার (১৮ অক্টোবর) বিকাল পাঁচটার সময় নগরীর দামপাড়ায় সিএমপি কার্যালয়ের গেটে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে তারা চকবাজার থেকে আন্দরকিল্লা, চেরাগীপাহাড়, প্রেসক্লাব-জামালখান হয়ে সিএমপি কার্যালয় পর্যন্ত মিছিল করে।

ছাত্ররা জানান, পুলিশ-প্রশাসন সক্রিয় থাকা অবস্থায় ছাত্রলীগ-যুবলীগের মতো সন্ত্রাসী সংগঠন কিভাবে মিছিল-সমাবেশ করে? তাই আজ আমরা সিএমপি কার্যালয় ঘেরাও করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছি। ২৪ ঘণ্টার মধ্যে যদি তারা জড়িতদের গ্রেফতার করতে না পারে তাহলে সিএমপি কমিশনার, চকবাজার, পাঁচলাইশ এবং কোতোয়ালী থানার ওসিকে প্রত্যাহারের দাবি তুলব।

ছাত্ররা আরও জানান, আওয়ামী সন্ত্রাসীদের বাংলার ছাত্র সমাজ কোনোদিন মেনে নেবে না। তারা কিভাবে দুঃসাহস দেখায় মিছিল করার।

এদিকে, শুক্রবার মধ্যরাতে ছাত্রলীগের মিছিলের পর চার ছাত্রলীগ নেতাকে আটক করার দাবি করেছে কোতোয়ালী থানার ওসি ফজলুল কাদের চৌধুরী।

গণমাধ্যমকে তিনি বলেন, চকবাজার থানাসহ যৌথ অভিযান চালিয়ে চারজনকে আমরা আটক করেছি। গতকাল শুক্রবার মিছিল করা ছাড়াও তাদের বিরুদে।ধ আগেও ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ ছিল। তাদের বিষয়ে আরও যাচাই-বাছাই চলছে। তদন্তের স্বার্থে আটককৃতদের নাম প্রকাশ করতে চাই না।

তবে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটকের দাবি করলেও ভিন্ন কথা বলছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

চট্টগ্রামের সমন্বয়কারী রিজাউর রহমান তার ফেসবুক পোস্টে রাকিব নামে এক ছাত্রলীগ নেতাকে আটকের ছবি পোস্ট করে লিখেছেন, রাকিব ইসলাম চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ কর্মী। সে আজকের মিছিলে রায়হানের নেতৃত্বে জামালখানে খুনি হাসিনার পুনর্বাসনের মিছিলে যোগ দেয়। ছাত্রদের মাধ্যমে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সমন্বয়কদের বক্তব্যের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতার বক্তব্যের মিল পাওয়া যায়। ওই ছাত্রলীগ নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, মিছিলের জের ধরে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে।

তবে, ছাত্রলীগ নেতার এই বক্তব্য অস্বীকার করে চকবাজার থানার ওসি জাহেদুল কবির জানিয়েছেন, রাকিবসহ অন্য একজনকে তারা অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন।

শেয়ার করুন

আরও পড়ুন