১৪ই মার্চ, ২০২৫

গণঅভ্যুত্থান পরিস্থিতির জন্য দায়ী ওবায়দুল কাদের, দাবি পালিয়ে থাকা এমপি-মন্ত্রীদের

ফাইল ছবি

শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামী লীগে দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমানে তিনি কোথায় আছেন সেটা নিয়ে তৈরি হয়েছে ধুম্রজাল।

তবে, দলে তার আগের মতো অবস্থান হারিয়েছেন এটা স্পষ্ট। এ বিষয়ে কোনো ঘোষণা দেওয়া না হলেও তার নামে দলের কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না।

গণঅভ্যুত্থান পরিস্থিতি কেন তৈরি হলো- আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের অনেকেই নানা ভুল সিদ্ধান্তকে দায়ী করে ব্যক্তি ওবায়দুল কাদেরের দিকে আঙুল তোলেন। তাদের দাবি, সাধারণ সম্পাদক হিসেবে বড় দায় তার ঘাড়ে চাপে। সংগঠনে তিনি নিজেকে ‘একক কর্তৃত্বের’ জায়গায় নিয়ে গিয়েছিলেন। পরিস্থিতি বুঝতে পেরে ওবায়দুল কাদের আর কারো সঙ্গে যোগাযোগ রাখছেন না।

ভারতে আত্মগোপনে থাকা নেতাকর্মীর সঙ্গে ওবায়দুল কাদেরের দেখা হলে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। কয়েকজন নেতা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীর রোষানলের শিকার হয়ে ইতিমধ্যে ভারতে নাজেহাল হয়েছেন প্রভাবশালী একজন সাবেক মন্ত্রী। ওবায়দুল কাদেরের বেলায় এমন অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এই নেতাদের দৃষ্টিতে, ওবায়দুল কাদেরকে ঘিরে থাকা অন্তত সাতজন প্রভাবশালী কেন্দ্রীয় নেতার পাশাপাশি কমপক্ষে তিনজন সাবেক মন্ত্রী ও একজন সাবেক উপদেষ্টার কারণে দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীর দূরত্ব বেড়েছিল। তাদের কারণে কেন্দ্রীয় নেতা অনেকেই ইচ্ছা থাকার পরও শেখ হাসিনার সঙ্গে দেখা করে ওই সময়কার বিরাজমান পরিস্থিতি নিয়ে নিজেদের মতামত দিতে পারতেন না।

ওবায়দুল কাদেরের প্রশ্রয় পাওয়া নেতাদের দুর্ব্যবহারও ছিল সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার মতো। তারা সুযোগ পেলে দলের কেন্দ্রীয় নেতা ছাড়াও সাবেক মন্ত্রিসভার সিনিয়র সদস্য, সাবেক সিনিয়র এমপির সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করতেন। এ কারণে দলের সভাপতিমণ্ডলীর সদস্যসহ অনেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউর কেন্দ্রীয় কার্যালয় এবং দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছিলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি পাওয়া বিতর্কিত নেতাদের কারণে ওবায়দুল কাদের নিজেও অনেক সময় বিতর্কিত হয়েছেন বলে মনে করছেন আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী-এমপি কয়েকজন। তাদের দৃষ্টিতে, সংসদ নির্বাচনের পাশাপাশি উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের বেলায় অগ্রগণ্য ভূমিকা পালন করতেন ওই বিতর্কিত নেতারা। এমনকি কমিটি বাণিজ্য থেকে শুরু করে পদ-পদবি বণ্টনের নিয়ন্ত্রণেও থাকতেন তারা।

ওবায়দুল কাদেরের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই অনেক সাবেক মন্ত্রী-এমপি ও দলীয় নেতার। তিনি পারতপক্ষে কারো ফোন রিসিভ করতেন না। ফলে নেতাকর্মীর সঙ্গে তার দূরত্ব বেড়েছিল। আবার কেন্দ্রীয় নেতা ছাড়াও জেলা-উপজেলা পর্যায়ের নেতারা সাংগঠনিক বিষয়ে কথা বলতে গিয়ে দলের সাধারণ সম্পাদকের দুর্ব্যবহারের মুখোমুখি হতেন। বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদেরের ‘খেলা হবে’ ঘোষণা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি দলের নেতাকর্মীও রীতিমতো হাস্যরস করতেন।

ওবায়দুল কাদেরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নেতিবাচক ট্রল করা হতো। এখনও তা অব্যাহত রয়েছে। দামি ঘড়ি ও কোর্ট-টাই ব্যবহারে অভ্যস্ত সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সরকার পতনের শেষের দিকে বেশ বিতর্কিত হন। ‘ছাত্র-জনতার আন্দোলন মোকাবিলায় ছাত্রলীগই যথেষ্ট’ মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি।

সূত্র : ইত্তেফাক

শেয়ার করুন

আরও পড়ুন