১২ই ফেব্রুয়ারি, ২০২৫

লাগামছাড়া কাঁচামরিচের দাম, প্রতি পিস বিক্রি হচ্ছে ৩ টাকায়!

ছবি : সংগৃহীত

শেয়ার করুন

লাগামছাড়া কাঁচামরিচসহ নিত্যপণ্যের দাম। মধ্যবিত্তের নাভিশ্বাস এখন চরমে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাজারগুলোতে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। দাম লাগালের বাইরে চলে যাওয়ায় অনেকেই পিস ২/৩ টাকায় কাঁচা মরিচ নিয়ে যাচ্ছে।

গত দুই দিন কাঁচাবাজারগুলোতে এমন চিত্র দেখা গেছে।

উপজেলা সদর বাজারে গিয়ে দেখা যায়, সেখানে বেশ কয়েকজন সবজি বিক্রেতা কাঁচা মরিচের পসরা সাজিয়ে বসে আছেন। বেচাকেনা তেমন নেই। মাঝেমধ্যে কিছু ক্রেতা দরদাম করেই ফিরে যাচ্ছেন। কিছু ক্রেতাকে বেশি মূল্য দিয়েই কাঁচা মরিচ কিনতে দেখা গেছে। কেউ কেউ পিস হিসেবেও কিনছেন।

বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে বাজারে আমদানি কম থাকায় কাঁচা মরিচের এই উচ্চমূল্য। তবে একাধিক ক্রেতার অভিযোগ, বাজারে তদারকি না থাকায় কাঁচা মরিচসহ নিত্যপণ্যের দাম বাড়ছে।

উপজেলার কলাদী এলাকার একজন বাসিন্দা বলেন, আজ সকালে ৩০ টাকায় বাজার থেকে ১৫টি কাঁচা মরিচ কিনেছেন। তাঁর মতো নিম্ন আয়ের আরও অনেকেই এই ‘পিস পদ্ধতিতে’ মরিচ কিনছেন। এতে খরচ সাশ্রয় হচ্ছে। তাঁর অভিযোগ, বাজারে প্রশাসনের তদারকি না থাকায় কাঁচা মরিচসহ অন্যান্য নিত্যপণ্যের দাম লাফিয়ে বাড়ছে।

শেয়ার করুন

আরও পড়ুন